
সোমবার ০৫ মে ২০২৫
নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি কুন্তল ঘোষের ফ্ল্যাটে হানা দিল ইডি , রাজারহাটের এই ফ্ল্যাট থেকেই গ্রেফতার হন কুন্তল , আবাসন কর্তৃপক্ষের দাবি, এখানে কুন্তল ঘোষ ভাড়া থাকতেন ওই ফ্ল্যাট এখন বিক্রি হয়ে গিয়েছে , রাজারহাটের এই ফ্ল্যাট এর ৯ তলায় থাকতেন কুন্তল সেই ফ্লাটে অভিযান শুরু করেছে ই ডি, সূত্রের খবর কুন্তল ঘোষ গ্রেপ্তার হওয়ার পর এই ফ্ল্যাট হস্তান্তর হয়েছে এবং এই ফ্ল্যাটের অন্য একজন থাকছে , কুন্তল ঘোষ দাবী করেছিল এই ফ্ল্যাটে তিনি ভাড়া থাকতেন এই ফ্ল্যাটের মালিক তিনি নন সেই বক্তব্যের সত্যতা কতটা রয়েছে সেটা জানতেই , এখন যারা ওই ফ্ল্যাটে রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা বাত করে এডি জানতে চাইছে এই হস্তান্তরের প্রক্রিয়া কিভাবে হল , এই ফ্ল্যাট কি কোনো ভাবে বিক্রি করা হয়েছে এটা কি কোনো ভাবে বেনামী সম্পত্তি ছিল কুন্তলের , এখন যারা থেকেছেন তাদের থাকার পারমিশন তারা কি করে পেলেন কোনভাবে টাকার লেনদেন কি হয়েছে সেই টাকার লেনদেনে কি কোন ভাবে কুন্তল ঘোষ বা কুন্তল ঘোষ এর পরিবার যুক্ত রয়েছেন সেই সমস্ত বিষয় জানতেই এটি তদন্তকারী আধিকারিকরা পৌঁছে গেছেন
দিঘায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ দিলীপ ঘোষের, কতটা অস্বস্তিতে বঙ্গ বিজেপি?
খুলে গেল দিঘার জগন্নাথ মন্দিরের দরজা, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
আশঙ্কাই সত্যি হল! ধ্বংসের মুখে কাশ্মীরের পর্যটন শিল্প?
Pehelgam Attack : ঘোলা জলে মাছ ধরতে চাইছে বিজেপি?
পাকিস্তানের পতাকা পোড়ানো নিয়ে নাম না করে শুভেন্দুকে কটাক্ষ দিলীপ ঘোষের